আমাদের প্রোগ্রামসমূহ
আসন্ন প্রোগ্রামসমূহ
প্রোগ্রামের নাম | রেজিস্ট্রেশন ফী | প্রোগ্রামের তারিখ | এপ্লিকেশন ডেডলাইন | স্থান |
---|---|---|---|---|
বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং জুনিয়র ১৭ | ৫৫০০/- | ডিসেম্বর ২২, ২০১৯-জানুয়ারী ২৩ , ২০২০ | বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯ | ঢাকা |
বিওয়াইএলসিতে কেন নেতৃত্বচর্চা শিখবেন?
আমাদের দেশের তরুণদের কথা বিবেচনা করেই আমরা বিশ্বমানের নেতৃত্ব সম্পর্কিত শিক্ষাব্যবস্থা পরিচালনা করছি। আমাদের যে কোন কার্যক্রমে অংশগ্রহণ করার মাধ্যমে আপনি যেসব সুযোগ পাবেনঃ

নেতৃত্ব বিষয়ক জ্ঞান অর্জন ও চর্চার মাধ্যমে নিজের চিন্তাশক্তিকে বিকশিত করার পাশাপাশি বিশ্বমানের শিক্ষকদের সাথে যোগাযোগ এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমের আলোকে তৈরি পাঠ্যসূচি।

নিজের চেনা-জানার পরিধিকে সমৃদ্ধ করা এবং বিভিন্ন মাধ্যমের সম্ভাবনাময় শিক্ষার্থীদের সাথে বন্ধুত্ব গড়ে তোলা।

এলামনাইদের জন্য আয়োজিত বিশেষ কোর্সে অংশগ্রহণ এবং ক্যারিয়ার বিষয়ক পরামর্শ। এর মাধ্যমে নিজেকে কর্মক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলা করার উপযোগী করে গড়ে তোলা।