Apr 22 2021

বিওয়াইএলসির গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত

বাংলাদেশ ইউথ লিডারশীপ সেন্টার (বিওয়াইএলসি) এর বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশীপ ট্রেনিং (বিবিএলটি) এর ২১ ও ২৩ তম ব্যাচ এবং বিল্ডিং ব্রিজের  থ্রু লিডারশীপ ট্রেনিং জুনিয়র (বিবিএলটিজে) এর ১৩ ও ১৫ ব্যাচের গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারী) রাজধানীর লেকশোর হোটেলে অায়োজিত  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত হ্যরি  ভার ওয়েজ। এসময় বিওয়া্ই এলসির প্রতিষ্টাতা ও বর্তমান সভাপতি এজাজ আহমেদ সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।