Apr 22 2021

বিওয়াইএলসি ইয়ুথ কার্নিভাল ১৯ ডিসেম্বর

বিওয়াইএলসি ইয়ুথ কার্নিভাল আগামী ১৯ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই কার্নিভালের মূল লক্ষ্য তরুণদের আত্মনির্ভরশীল ও যোগ্য নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে উৎসাহিত করা। বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার ‘বিওয়াইএলসি ইয়ুথ কার্নিভাল-২০২০’ আয়োজন করতে যাচ্ছে। এই আয়োজনের মিডিয়া পার্টনার কালের কণ্ঠ।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, অংশগ্রহণকারী তরুণদের মাঝে সমৃদ্ধি, ন্যায়বিচার এবং সম-অংশগ্রহণ নিশ্চিত করে নেতৃত্বের গুণাবলির পাশাপাশি নাগরিক দায়িত্ব পালনে অনুপ্রাণিত করতে এই কার্নিভালের আয়োজন করা হয়। এতে ইন্টারেক্টিভ সেশন, প্রদর্শনী, কথোপকথন এবং লাইভ মিউজিক্যাল পারফরম্যান্সের জন্য খ্যাতিমান স্পিকার, বিশেষজ্ঞ ও  শিল্পীরা অংশ নেবেন। কার্নিভালে ১৫ থেকে ৩০ বছর বয়সী সাত হাজারের বেশি তরুণ অংশ নিতে পারবেন। অংশ নিতে তাঁরা রেজিস্ট্রেশনের সময়, পছন্দমতো কর্মশালা বা সেশন বাছাই করতে পারবেন।