বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং ২৩
ঢাকা
যোগ্যতা: এইচ.এস.সি./এ লেভেল/আলিম শিক্ষার্থী এবং
বাংলাদেশের যে কোন স্বীকৃতিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় এর প্রথম এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী প্রোগ্রামটির জন্য উপযুক্ত
আবেদনের শেষ তারিখ: জুলাই ১৭, ২০১৯
প্রোগ্রামের তারিখ: ১৫ সেপ্টেম্বর, ২০১৯–২১ নভেম্বর, ২০১৯
রেজিস্ট্রেশন ফী: ৬০০০ টাকা*
* আর্থিক অবস্থা ও চাহিদা বিবেচনা করে যোগ্য শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান করা হবে
ক্লাসের সময়সূচীঃ রবিবার থেকে বৃহস্পতিবার দুপুর ৩ঃ৩০ থেকে সন্ধ্যা ৬ঃ৩০
ভেন্যু: মহাখালী, ঢাকা
বিবিএলটি সম্পর্কে
বিল্ডিং ব্রিজেস থ্রু লিডারশিপ ট্রেনিং (বিবিএলটি) হলো বিওয়াইএলসি’র ১০ সপ্তাহব্যাপী সিগনেচার লিডারশিপ প্রোগ্রাম। এটি এইচ.এস.সি/আলিম/এ লেভেল এবং প্রথম ও দ্বিতীয় বর্ষের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উপযোগী করে সাজানো হয়েছে। বিবিএলটি প্রোগ্রামে অংশগ্রহণের জন্য প্রতিযোগিতামূলক পদ্ধতির মাধ্যমে বাংলা, ইংরেজি, ও মাদ্রাসা শিক্ষা মাধ্যম থেকে সমান সংখ্যক শিক্ষার্থী নিয়ে ৪২ জন শিক্ষার্থীকে বাছাই করা হয়। এর কারিকুলাম হুবুহু হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়ানো নেতৃত্ব শিক্ষার আদলে তৈরি করা। কঠোর এই প্রশিক্ষণের মধ্যে রয়েছে অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা মডেল, যা শিক্ষার্থীদের নেতৃত্ব নিয়ে বিশ্লেষণমূলক ভাবনা ও সমাজে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে সাহায্য করে। প্রোগ্রামটির প্রথম পর্বে, শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণা করে, ঝুঁকি নেয় এবং ক্লাসরুমে পাওয়া ধারণা নিয়ে গভীরভাবে চিন্তা করে। দ্বিতীয় পর্যায়ে, সুবিধাবঞ্চিত এলাকায় কমিউনিটি সার্ভিসে কাজ করার মাধ্যমে শিক্ষার্থীরা ক্লাসরুমে শেখা বিভিন্ন শিক্ষা কাজে লাগানোর সুযোগ পায়।
বিবিএলটি এর অংশগুলো

সেতুবন্ধন তৈরি
বিভিন্ন শিক্ষামাধ্যম থেকে আসা তরুণদের মধ্যে এই কার্যক্রমের মাধ্যমে স্থায়ী সেতুবন্ধন গড়ে ওঠে। একসাথে পড়াশোনা ও কাজের মাধ্যমে, তারা তাদের পূর্ব ধারণা থেকে বের হয়ে এসে বিভিন্ন বৈষম্য কে চ্যালেঞ্জ করে এবং সবার অংশগ্রহণমূলক একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলে।

নেতৃত্ব প্রশিক্ষণ
অংশগ্রহণকারীরা ছয় সপ্তাহব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে নেতৃত্বের বিভিন্ন তত্ত্ব ও বিষয়বস্তু সম্পর্কে জানতে পারেন। এখানকার শিক্ষা পদ্ধতির মধ্যে রয়েছে ক্লাস লেকচার, ক্লাসের সবার সঙ্গে আলোচনা, ছোট ছোট গ্রুপ ভিত্তিক পরামর্শ আদান-প্রদান, অর্জিত জ্ঞানের প্রয়োগ ও সাংগঠনিক চর্চা।

নেতৃত্বের প্রয়োগ
প্রোগ্রামের বাকি চার সপ্তাহে অংশগ্রহণকারীরা তাদের অর্জিত জ্ঞানকে সমাজ সেবামূলক কাজে প্রয়োগ করেন। তারা সুবিধাবঞ্চিত এলাকায় স্বল্প পরিসরে অথচ বাস্তবসম্মত ও ফলপ্রসূ প্রকল্প পরিকল্পনা করেন।
বিবিএলটি প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে আপনিঃ
- বিশ্লেষণধর্মী ভাবনা, সমস্যা সমাধান এবং যোগাযোগ দক্ষতার উন্নয়নের মাধ্যমে আপনার নেতৃত্বের সক্ষমতাকে বিকশিত করতে পারবেন।
- কমিউনিটি সার্ভিস, টিমওয়ার্ক, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং একজন সচেতন নাগরিক হিসেবে কাজ করার অভিজ্ঞতা লাভ করবেন।
- এমন একটি প্ল্যাটফর্ম পাবেন যেখানে আপনি ভিন্ন ভিন্ন অবস্থান থেকে উঠে আসা তরুণদের সাথে অর্থপূর্ণ আলোচনায় অংশগ্রহণ, ব্যক্তিগত ও সামাজিক বাঁধা অতিক্রম করে কাজ করার এবং সমান অংশগ্রহণমূলক নেতৃত্ব চর্চার সুযোগ পাবেন।

৭৭১ জন শিক্ষার্থী

২০টি বিবিএলটি কার্যক্রম

৪৫,৯৫৪ ঘন্টার সমাজ সেবা মূলক কাজ

খালেদ সাইফুল্লাহ
প্রশিক্ষক
প্রত্যেকটা কার্যক্রমের পর আমার শিক্ষার্থীরা সমাজের সমস্যাগুলো নিয়ে অভিযোগ করার পরিবর্তে নিজেদেরকে প্রশ্ন করা শুরু করল যে ‘আমরা কিভাবে এগুলো সমাধান করতে পারি?’। বিওয়াইএলসি নেতৃত্ব শিখানোর মাধ্যমে আমি সুযোগ পেয়েছি তরুণদেরকে সূক্ষ্মভাবে চিন্তা করাতে এবং পরিবর্তন নিয়ে আসার জন্য অনুপ্রাণিত করতে।

নওশীন নুরজাহান
১১তম বিবিএলটি কার্যক্রমের শিক্ষার্থী
বিবিএলটি কার্যক্রম আমাকে আমার উপস্থাপনা এবং দলীয় কাজ করার গুণাবলী বৃদ্ধিতে সাহায্য করেছে। কার্যক্রম চলাকালিন সময়ে আমি উদাহরন এবং যুক্তির মাধ্যমে বিষয়বস্তু উপস্থাপনের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলাম। এছাড়া আমি এখন অন্য মানুষের চিন্তা ভাবনা নিয়ে ভাবতে শিখেছি এবং একজন ভাল শ্রোতা হিসেবে নিজেকে গড়ে তুলতে পেরেছি। বিবিএলটি এর প্রত্যেকটি শিক্ষার্থীর জীবনে একটি ইতিবাচক চিহ্ন রেখে গেছে।
গ্যালারি

ইনস্ট্রাক্টর আলমীর আহসান, শিক্ষার্থীদের কাছ থেকে নেতৃত্ব ও কর্তৃপক্ষের মধ্যে পার্থক্য নিয়ে জানতে চাচ্ছেন

বিবিএলটি ১৮ শিক্ষার্থীরা তাদের ফিল্ড ট্রিপে কবিতা আবৃত্তি সেশনে

শিক্ষার্থীরা নেতৃত্বের ব্যাপারে তাদের ধারণা পোষ্টার-এর মাধ্যমে উপস্থাপন করছে

বিবিএলটি শিক্ষার্থীরা ক্লাসরুমে পাবলিক স্পিকিং চর্চা করে যাতে করে তারা কার্যকরভাবে যোগাযোগ করতে পারে