21 February, 2023 | Munem Shahriar 

প্রবাসী শিশু ও কিশোরদের জন্য আনন্দের সাথে বাংলা শেখার প্লাটফর্ম ‘টিংকার্স আমার ভাষা’

বাংলা শেখা আরও সহজ ও আনন্দময় করে তুলতে কাজ করে চলেছে টিংকার্স টেকনলোজিস লিমিটেড নামের একটি বাংলাদেশি এড-টেক স্টার্টআপ। টিংকার্স-এর একটি সেবা হলো ‘আমার ভাষা’—যা শিশু ও কিশোর বয়সী প্রবাসী বাংলাদেশিদের জন্য আনন্দের সাথে বাংলা শেখার একটি প্লাটফর্ম। এই সেবার মধ্যে রয়েছে, ওয়ান-টু-ওয়ান টিউটোরিং, বিভিন্ন বই, প্রিন্টযোগ্য ওয়ার্কশীট, গেইম, ভিডিও, অডিও ইত্যাদি নানান শিক্ষা উপকরণ। প্রতিটি শিক্ষার্থীর জন্য টিংকার্স পার্সোনালাইজড লার্নিং প্রদান করে। কারণ টিংকার্স বিশ্বাস করে, প্রতিটি শিশুই অনন্য। তাই একই ছাঁচে বেঁধে সবাইকে পড়ানো যাবে না।

‘আমার ভাষা’ সেবা বর্তমানে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য, কানাডা, জার্মানি, সিঙ্গাপুর, থাইল্যান্ড ইত্যাদি দেশে অবস্থানরত শিশু, কিশোর ও তরুণদের বাংলা ভাষা শেখানোর সেবা দিয়ে চলেছে। একজন শিক্ষক বাংলাদেশে বসে অনলাইন ভিডিও কলিং এর মাধ্যমে আমেরিকার এক শিক্ষার্থীকে সরাসরি কথোপকথোনের মাধ্যমে বাংলা ভাষা শেখাচ্ছে। প্রতি ক্লাসের পর শিশুকে পাঠিয়ে দেয়া হচ্ছে আরও একটি ভিডিও লেসন অথবা কিছু প্রিন্টযোগ্য উপকরণ—যার মাধ্যমে সে বাসায় নিজে চর্চা করতে পারছে। বাংলা শেখার আনন্দের মাত্রা আরও বাড়িয়ে দিতে বর্তমানে কম্পিউটার গেইম বানানোর কাজও শুরু করেছে টিংকার্স। চলছে সুন্দর সুন্দর বই বানানোর কাজও।

‘আমার ভাষা’-এর একজন শিক্ষক তার শিক্ষার্থীর সাথে ব্যক্তিগত সুসম্পর্ক গড়ে তাকে আরও ভালো ভাবে বুঝতে চেষ্টা করেন। ফলে প্রতিটি শিক্ষার্থীর জন্যই সেবাটি পার্সোনালাইজ করা সম্ভব হয়ে থাকে। অনলাইনে হওয়া প্রতিটি ক্লাসের ভিডিও রেকর্ড পর্যবেক্ষণ করে কোয়ালিটি এশিউরেন্স দল। পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে শিক্ষককে ক্লাসের মান আরও বাড়ানোর ব্যাপারে পরামর্শ দেয়া হয়। শিক্ষক সেই পরামর্শ অনুযায়ী ক্লাসগুলো আরও পার্সোনালাইজ করে। অর্থাৎ, শিশুর পছন্দ-অপছন্দ, শিশুর ব্যক্তিত্ব এবং চাহিদা অনুযায়ী ক্লাসের কন্টেন্ট ও শিক্ষা উপকরণ পরিবর্তন করা হয়।

পুরোনো গতানুগতিক পদ্ধতিতে শিক্ষার্থীকে শেখানোতে বিশ্বাস করে না টিংকার্স। তাদের কারিকুলাম ডেভলপমেন্ট ও রিসার্চ দল প্রতিনিয়ত কাজ করে চলেছে নতুন পদ্ধতিতে আনন্দের সাথে শিশুকে কীভাবে বাংলা শেখানো যায়, তা নিয়ে গবেষণার জন্য। বাংলাদেশের প্রবাসী ছেলেমেয়েদের জন্য বাংলা ভাষা শেখার কারিকুলাম এরকম প্রাতিষ্ঠানিক ভাবে আগে কখনো বানানো হয় নি।

টিংকার্স ‘আমার ভাষা’ কার্যক্রমে ৯০% শিক্ষকই নারী। নারী শিক্ষকেরা তাঁদের মাতৃসুলভ যত্নে শিশুদের বাংলা শেখায়। শিক্ষকদের সবাই বাংলাদেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রী বা ফ্রেশ গ্রাজুয়েট। শিশু ও অভিভাবকদের সুবিধাজনক সময়ে ক্লাসগুলোর সময়সূচী নির্ধারণ করা হয়। ফলে আমার ভাষা-এর বেশিরভাগ ক্লাস বাংলাদেশ সময়ে বেশ রাতে, বা বেশ ভোরে হয়ে থাকে। ক্লাসগুলো সঠিকভাবে নেয়ার কৃতিত্ব টিংকার্সের শিক্ষকদের—যারা রাত-জেগে বা ভোরে উঠে হলেও অত্যন্ত যত্নের সাথে শিশুদের বাংলা শেখান।

টিংকার্স ‘আমার ভাষা’ শুধুমাত্র বাংলা ভাষা শেখায় না, বরং বাংলাদেশ এবং বাংলা-সংস্কৃতির শেকড় ও ঐতিয্য এর সাথে পরিচয় করিয়ে দেয়। একই সাথে বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি ও সৌন্দর্য্য তুলে ধরে প্রবাসী শিশু-কিশোরদের কাছে। একটা ছোট ছেলে বা মেয়ে যখন বাংলা ভাষা শেষে, তখন তার বাংলাদেশের প্রতিও মমতা সৃষ্টি হয়, বাংলাদেশকে জানার আগ্রহ সৃষ্টি হয়। আর এভাবেই ভাষা শেখানোর আদলে, টিংকার্স টেকনলোজিস লিমিটেড কাজ করে চলেছে, প্রবাসী ছেলেমেয়েদের তাদের বাংলাদেশি শেকড়ের সাথে সম্পর্ক স্থাপনে।

টিংকার্স টেকনলোজিস লিমিটেড বিওয়াইএলসি ভেঞ্চার্স কোহর্ট-১ এ বিনিয়োগ পাওয়া একটি স্টার্টআপ। 

[Founders of Tinkers Technologies Limited]